নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ। চট্টগ্রাম ছেড়ে দুই দল এখন সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে দুই দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে ইতিমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে।
সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল।
দুই দলেরই লক্ষ্য সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা। এর আগে একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে বাংলাদেশ জয় দিয়ে শুরু করেছিল পূর্ণাঙ্গ সিরিজ। তবে ওয়ানডে সিরিজে এর বদলা নেয় আফগানরা। নানান ঘটনাবহুল সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় সফরকারীরা। এবার দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও ফরিদ মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা