নিজস্ব প্রতিবেদক:: সিলেট বিভাগের ৩২জন ক্রিকেটকে কোচকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাদের হাতে দায়িত্ব পড়বে সিলেটের ক্রিকেট উন্নয়নের। তরুণ ক্রিকেটার খোঁজা, প্রতিভাবান ক্রিকেটারদের সন্ধানে কাজ করবেন বিসিবির এই কোচরা। দীর্ঘ দিন থেকে এসব কোচরা কাজ করলেও ছিলো না প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের এসব কোচদের সেই সুযোগ করে দিয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে বিসিবির গেইম ডেভেলপমেন্ট লেভেল-১ কোচিং কোর্সে প্রশিক্ষণ দিয়েছে বিভাগের ৩২জন কোচকে। তিন দিন ব্যাপী কোচিং কোর্স সমাপ্ত হয়েছে শুক্রবার বিকেলে।
বিসিবির প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিয়েছেন কোচদের। যারা এক সময়ে জাতীয় দলে খেলেছেন। কাজ করছেন বিসিবির গেইম ডেভেলপমেন্টে। অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছে পেয়ে নিজেদের আরো শাণিত করেছেন সিলেটের কোচরা। সাবেক ক্রিকেটার তালহা জোবায়ের, কোচ মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলাম, আশিক মজুমদাররা এই কোচিং কোর্সে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। সিলেটের বিভিন্ন একাডেমি, ক্লাব ও স্কুলদের কোচদের পাশাপাশি এই কোচিং কোর্সে অংশ নিয়েছেন কয়েকজন ক্রিকেটাররা।
প্রশিক্ষণে অংশ নেওয়া কোচরা হলেন- মাহবুব হাসান, আল ওয়াদুদ সুইট, পলাশ কর, নাসির উদ্দিন, আলমাস আহমদ শুকুর, হিরা মিয়া, আকরাম আহমদ, আল ইমরান অনিক, রেজওয়ান মজুমদার রুমান, , শেনাজ মিয়া, ফখরুল ইসলাম নিপু, সাদ্দাম হোসেন, রেজওয়ান রহমান, আরিফুল ইসলাম তন্ময়, আমিনুল ইসলাম, শুভ চন্দ্র চন্দন, শাহিদুর রহমান, মাহবুবুর রহমান মিসবাহ, তানভীর আলম রনি, সাঈদুর রহমান সায়মন, হাসনা খানম সুইটি, জিয়াউল ইসলাম, আবিদ হাসান রাজু, মাহমুদুর সাজু, নাবিল সামাদ, সাইফুল ইসলাম, ইমরান আলী এনাম, মুহিন আহমদ, সাইফুর রহমান তুহিন, নাজিম, রাইহান আহমদ ও প্লাবন আহমদ।
তিন দিনের লেভেল ওয়ান কোচিং কোর্সের সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য রাহাত সামস্, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































