নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগে শেষ রাউন্ডের প্রথম দিনে দাপট দেখালেন রংপুর বিভাগ ও সিলেট বিভাগের বোলাররা। বোলারদের দাপটে প্রথম দিন পড়েছে ১৬ উইকেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার প্রথম দিনে সিলেটকে মাত্র ১২৫ রানে অলআউট করেছে রংপুর। প্রথম স্তরের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় সিলেট। রানের খাতা খোলার আগেই ফিরেন ওপেনার তৌফিক খান তুষার। এরপর অধিনায়ক জাকির হাসান ও অমিত হাসান মিলে গড়েন ৪৯ রানের জুটি।
দলীয় ৫০ রানে ফিরেন জাকির। ১৯ রান করেন তিনি। ইনিংস বড় করতে পারেন নি অমিতও। ৩২ রান করেন এই ব্যাটার। মিডল অর্ডারে শামসুর রহমান-জাকের আলী অনিক-রাহাতুল ফেরদৌসরাও ব্যর্থ। শেষদিকে স্পিনার নাসুম আহমেদের ৩২ রানে শতরান পার হয় সিলেট। রংপুরের আবদুর গাফফার ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন ও আসাদউল্লাহ গালিব।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে রংপুরও। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৪ রানে প্রথম দিন শেষ করেছে তারা। দিন শেষে ৩৪ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান। তানবির হায়দার আউট হন ৩৩ রান করে। সিলেটের পেসার আবু জায়েদ ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নেন রেজাউর রহমান রাজা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে আজ ১ উইকেট পেয়েছেন সিলেটের আরেক পেসার সফর আলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post