স্পোর্টস ডেস্কঃ আগামী ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে মালয়েশিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশের দু’টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ম্যাচ দুটি হবে না এখানে।
ভারতের মেঘালয়-আসামে প্রবল বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে চলতি মওসুমের তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়া বিভাগটিতে পানি বাড়ছে। এতে বিদ্যুতের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়তে শুরু করেছে।
মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সিলেট থেকে ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শুক্রবার (১৭ জুন) বিকেলে এই প্রসঙ্গে বলেন, ‘সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। সিলেট ডিএফএ থেকে আমাদের কাছে সার্বক্ষণিক ছবি, ভিডিও দিয়ে মাঠের পরিস্থিতি দেখানো হয়েছে। বাফুফে মহিলা কমিটি সার্বিক দিক বিবেচনা করে সিলেটের ম্যাচ দু’টো ঢাকায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নেয়।’