সিলেট স্ট্রাইকার্সের কোচ তুষার ইমরান

0
156

নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স এবার আরো একজন কোচ নিয়োগ দিলো। সাবেক ক্রিকেট ক্রিকেটার তুষার ইমরানকে ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে ফিউচার স্পোর্টসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। আগামি বছরের শুরুতে শুরু হবে বিপিএলের এবারের আসর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে নতুন মালিকানায় অংশ নিচ্ছে সিলেট স্ট্রাইকার্স। কোচিং প্যানেলও সাজাচ্ছে দেশীয় কোচদের দিয়ে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। বোলিং কোচ করেছে সৈয়দ রাসেলকে। এবার ঘোষণা দিলো ব্যাটিং কোচের। দলটির কোচের প্যানেলে আছেন মৌলভীবাজারের কোচ রাসেল আহমদও। সিলেটের সহকারী ফিল্ডিং কোচ তিনি।

সিলেট স্ট্রাইকার্স এবার দলও গড়ছে বেশ ভালো মানের। বিদেশীদের ক্রিকেটারদের মধ্যে লঙ্কান থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, জিম্বাবুয়ের রায়ার্ন বার্ল ও নেদারল্যান্ডসের কুলিন অ্যাকারমনকে দলে নেয়। পাকিস্তানের মোহাম্মদ হারিসকেও নিয়েছে দলটি।

আগামি বছরের জানুয়ারিতে শুরু হবে বিপিএলের আসর। সিলেটের ফ্র্যাঞ্চাইজি এবার নতুন মালিকানায় অংশ নিচ্ছে বিপিএলে। গোলাপগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী গোলাম সারওয়ার চৌধুরী ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কিনেছেন সিলেটের ফ্র্যাঞ্চাইজি। নাম দিয়েছেন সিলেট স্ট্রাইকার্স।

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হাতেই থাকছে সিলেটের মাঠের দায়িত্ব। বিপিএলের সফল এই কাপ্তানই অধিনায়কত্ব করবেন সিলেট স্ট্রাইকার্সের। তার নেতৃত্বে চমক দেখাবে সিলেট স্ট্রাইকার্স এমন প্রত্যাশা সমর্থকদের।

দলটির কর্মকর্তারা গত মাসে ঢাকায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে দলের লগো উন্মোচন করেন। আজ লন্ডনের একটি রেস্টুরেন্টে দলের জার্সিও উন্মোচন হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এর আগে সিলেটেও সংবাদ সম্মেলন করেছে স্ট্রাইকার্স।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here