নিজস্ব প্রতিবেদকঃ ছুটেই চলেছে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ। একের পর এক জয় পাচ্ছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। মাশরাফী বিন মোর্ত্তাজার দল এবার হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে। ৫ উইকেটের জয়ে আসরে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেল দলটি। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট। অপরদিকে টানা তিন হারে নাসির হোসেনের ঢাকা খানিকটা বিধ্বস্ত অবস্থাতেই আছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য অনেক কষ্টসাধ্যভাবেই জিততে হয় সিলেটকে। শেষ দিকে থিসারা পেরেরা ও আকবর আলি দুটি ছোট ক্যামিওতে চার বল হাতে রেখে জয় পায় সিলেট। এর আগে ইনিংসের শুরুতেই ৫২ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল দলটি।
ধীরগতির ব্যাটিংয়ে ২০ বলে দুই বাউন্ডারিতে ১২ রান করে শান্ত ফিরলে ভাঙে সেই জুটি। দ্রুতই বিদায় নেন দারুণ খেলতে থাকা আরেক ওপেনার মোহাম্মদ হারিস। প্রথম দুই ম্যাচে রান না পাওয়া এই পাকিস্তানি ব্যাটার এদিন অল্পের জন্য ফিফটি মিস করেন। ৩২ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৪৪ রানের ইনিংস। হৃদয়ের জায়গায় টপ অর্ডারে নেমে এদিন সুবিধা করতে পারেননি জাকির হাসান। তিন বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাকির।
ব্যাটিং অর্ডারে উন্নতি করা ইমাদ ওয়াসিমও ব্যর্থ হন। ২০ বলে ১১ রান করে রান আউটের শিকার হন তিনি। ভালো খেলতে থাকা মুশফিকুর রহিম ২৫ বলে ১টি করে ছয় ও চারের মারে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দলীয় ১৭.১ ওভারে ১০৫ রানে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট। সেখান থেকে পেরেরা ও আকবর আলির ২৯ রানের জুটি জয়ের বন্দরে নিয়ে যায়। ১১ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় পেরেরা ২১ ও ৫ বলে ১ ছক্কায় ১০ রান করে অপরাজিত থাকেন আকবর।
ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ১ উইকেট নেন তাসকিন আহমেদ। নাসির হোসেন ১৯ রানে ২টি ও আরাফাত সানী ১৯ রানে ১টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামা ঢাকা ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি। সিলেটের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি নাসির হোসেনের দল। শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। আগের তিন ম্যাচে টপ অর্ডারে নেমে ব্যর্থ হওয়া সৌম্য এদিন ওপেনিং করতে নেমে ‘গোল্ডন ডাক’ মেরে প্যাভিলিয়নে ফেরেন। সিলেটের একাদশে প্রথমবার সুযোগ পাওয়া রুবেল বোল্ডআউট করেন সৌম্যকে।
আফগান ওপেনার উসমান ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান। একাদশে সুযোগ পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস ‘গোল্ডেন ডাক’ মারেন। মোহাম্মদ মিঠুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল হক। তাসকিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।
সিলেটের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম। ১টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ আমির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post