নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার জায়গায় বিপিএলের বাকি অংশে দলটিকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিথুন। বুধবার এক বিবৃতিতে ডানহাতি এই ব্যাটারের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে চলতি আসরে এখনও জয়ের মুখ না দেখা সিলেট।
চলমান বিপিএলে খুবই বাজে অবস্থা সিলেটের। আসরে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। আর দলটির অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করছিলেন না মাশরাফীও। পুরো আসরে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। সবগুলো ম্যাচে বোলিংও করেননি তিনি। বোলিং করলেও শর্ট রান আপে দৌড়াতে দেখা গেছে তাকে।
বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পান মাশরাফী। বিপিএলে তার খেলা নিয়ে এর আগে সমালোচনা করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল- আকরাম খানরা। বিপিএলে সিলেটের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ দিয়ে অধিনায়ত্বের যাত্রা শুরু হবে মিথুনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post