সিলেট স্ট্রাইকার্সের প্রথম পছন্দ ছিলেন মুশফিক

0
96

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর একটি হোটেলে বুধবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট। সেখানে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী একটি স্কোয়াড গঠন করেছে। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে নিয়েছিল দলটি। বুধবারের ড্রাফটে সিলেটের আইকন ও অধিনায়ক মাশরাফী নিজে ছিলেন উপস্থিত। প্রধান কোচ ও ফ্যাঞ্চাইজি মালিকদের সাথে নিয়ে স্কোয়াড গড়তে সহায়তা করেছেন জাতীয় দলের সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

ড্রাফটে সবার আগে সিলেট ফ্র্যাঞ্চাইজি দলে নেয় মুশফিকুর রহিমকে। দেশের নির্ভরযোগ্য এই ব্যাটারকে প্রথম ডাকেই দলে নেয় সিলেট। মূলত এ অভিজ্ঞ ক্রিকেটারকে দলের পরিকল্পনা অনুযায়ীই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাশরাফী। তিনি বলেন, ‘মুশফিক সবসময় চ্যাম্পিয়ন। মুশফিক যেকোনো ম্যাচে, যেকোনো সময়, যেকোনো মুহূর্তে। ও সবসময় সেরাটা দিয়ে আসছে। কিন্তু একজন খেলোয়াড়ের কি কোনো নিশ্চয়তা আছে? এখন মাঠে কেমন খেলবে সেটা নির্ভর করে ওই দিনের উপর।’

মাশরাফী আরো বলেন, ‘এখন কেমন করবে সেই নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারে না। তবে আমাদের প্রথম পছন্দই ছিল মুশফিক। যে পরিকল্পনা ছিল সেটা অনুযায়ীই পেয়েছি আমরা। এটা দলের জন্য খুব ভালো হয়েছে।’

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড-

সরাসরি চুক্তি- মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস ও কলিন অ্যাকারম্যান।

ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ ও তানজিম হাসান সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here