সিলেট স্ট্রাইকার্সে প্রথম অনুশীলন করলেন বার্ল

0
61

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের খেলা শেষে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিলেন রায়ান বার্ল। জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। এর আগে বার্লকে সরাসরি চুক্তিতে দলে নেয় মাশরাফী বিন মোর্ত্তজার দল।

বিপিএল গত ৬ জানুয়ারি শুরু হলেও জিম্বাবুয়ের খেলা থাকায় এতদিন সিলেট ফ্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন নি বার্ল। অবশেষে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু করলেন অনুশীলন। সিলেট গ্রাউন্ড-২’এ প্রথম অনুশীলনে বেশ মনযোগী ছিলেন তিনি। এর আগে টেবিল টপার স্ট্রাইকার্সরা ভক্ত, সমর্থকদের দেয় বার্লের আগমনের সুখবর।

জিম্বাবুইয়ান ক্রিকেটার বার্লকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে, ‘স্ট্রাইকার্স শিবিরে যুক্ত হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্ল। তার উপস্থিতি নিঃসন্দেহে উজ্জীবীত করবে দলকে।’

জিম্বাবুয়ের জার্সিতে ৫৮ টি-টোয়েন্টি খেলা বার্ল এর আগেও বিপিএলে খেলেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি ছেড়ে এবার তিনি নতুন ঠিকানায় তিনি। ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন তিনি। জিম্বাবুয়ের হয়ে সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবকটি (৬) ম্যাচে খেলেছেন তিনি।

আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি ও দ্বিতীয় ওয়ানডে ৪১ রানের ইনিংস খেলেন বার্ল। জিম্বাবুয়ের হয়ে ইতোমধ্যে তিন ফরম্যাটে খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইকরেট খুব একটা ভালো নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৭ ইনিংসে ১৪২১ রান করেছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here