নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের টেবিল টপার সিলেট স্ট্রাইকার্স শক্তি আরো বাড়িয়েছে। দুই বিদেশী ক্রিকেটার যোগ দিয়েছেন দলটিতে।
পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন সিলেট শিবিরে। বুধবার সকালেই তারা টিম হোটেলে পৌছান।
বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছেন মাশরাফী বিন মোর্ত্তজার দল। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দলটি। পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম, লঙ্কান থিসারা পেরেরা, জিম্বাবুয়ের রায়ান বার্লরা দুর্দান্ত খেলছেন স্ট্রাইকার্সের জার্সিতে।
বিপিএলের নবম আসরে হট ফেবারিট স্ট্রাইকার্স শিবিরে ইরফান ও গুলবাদিন যোগ দেওয়ায় নিঃসন্দেহে দলটির শক্তি আরো বেড়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00