সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন আমির-ইমাদ

0
45

নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ আগেই নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে মাশারাফী বিন মোর্ত্তজার দল। পয়েন্ট টেবিলে  শীর্ষে থাকার রেসে আছে চারদল। আর তাই এক ম্যাচের জন্য পাকিস্তান থেকে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে আবার উড়িয়ে এনেছে সিলেট।

আসন্ন পাকিস্তান সুপার লিগে অংশ নিতে বিপিএল ছেড়ে চলে গেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পিএসএলের প্রস্তুতি ম্যাচ খেলে ফরচুন বরিশালে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদের। একইভাবে সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম লিগ পর্বের শেষ ম্যাচে খেলতে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সিলেট ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ তুষার ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘একটা সারপ্রাইজ আছে, বলেই দিলাম। আমির, ইমাদ ব্যাক করতে পারে একটা ম্যাচের জন্য। আশা করি তারা এসে একটা ম্যাচ খেলবে। পরের ম্যাচটা যেহেতু ভাইটাল, জিততে পারলেই আমরা টপে থেকে শেষ করবো। টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে ইমাদ, আমিরকে এক ম্যাচের জন্য ফিরিয়ে আনা যায় কি না।’

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে সিলেট স্ট্রাইকার্স। ইতোমধ্যে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে খুলনা। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিলেট। ১০ ম্যাচ করে খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের সমান পয়েন্ট। ১৪ পয়েন্ট করে অর্জন দলগুলোর। রান রেটে টেবিলের দুইয়ে বরিশাল, তিনে কুমিল্লা ও চারে রংপুর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here