‘সি’ গ্রুপের চার দলের স্কোয়াড

0
55

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনা ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। টানা ৩৬ ম্যাচ অপরাজেয় থাকা দলটির বিশ্বকাপ স্বপ্নের সারথি লিওনেল মেসি-ডি মারিয়ারা। দীর্ঘদিন একটা দল হয়ে খেলার ফলে ব্রাজিলের মাটিতে তাদেরই হারিয়ে কোপা আমেরিকা জয় করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী___ পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ পারফরম্যান্স বলে দেবে বিশ্বকাপে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের গতিপথ। জানাবে কতটা শক্তিশালী এবার আলবিসেলেস্তেরা। তাদের চ্যালেঞ্জ জানাতে পারে মেক্সিকো বা পোল্যান্ড। সৌদি আরব গ্রুপে সবচেয়ে দুর্বল।

একনজরে দেখে নেওয়া যাক গ্রুপ ‘সি’-তে দলগুলোর ২৬ জনের স্কোয়াড-

আর্জেন্টিনা-

গোলরক্ষক: ফ্র্যাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, জারমান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা ও হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রডরিগো ডি পল, এক্সেকুয়েল পালাকিওস, আলেহান্দ্রো গোমেজ ও এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার।

ফরোয়ার্ড: পাওলো দিবালা, লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, লাউটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও আনহেল কোরেয়া।

মেক্সিকো-

গোলরক্ষক: রোডোলফো, গুইলারমো ওচোয়া ও আলফ্রেডো টালাভেরা।

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্তর আরাউজো, জেরার্ডো আরটিগা, জেসুস গালারডো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, জর্জ সানচেজ ও ইয়োহান ভাসকুয়েজ।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভার্দো, উরিয়েল আনটুনা, লুইস শাভেজ, আন্দ্রেস গুয়াডাডো, এরিক গুটিরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেডা, কার্লোস রডরিগুয়েজ ও লুইস রোমো।

ফরোয়ার্ড: রোগেলিও ফুনেস মোরি, রাউল জিমিনেজ, হার্ভিং লোজানো, হেনরি মার্টিন ও এ্যালেক্সিস ভেগা।

পোল্যান্ড-

গোলরক্ষক: ওজিনে সিজিসনি, লুকাজ স্কোরুপস্কি ও বারলোমি ড্রাগোভস্কি।

ডিফেন্ডার: ম্যাটি ক্যাশ, রবার্ট গামনি, রারটোজ বেরেসজিনিস্কি, কামিল গিলিক, ইয়ান বেডনারেক, জ্যাকুব কিউওর, মাতিয়াজ উইটেস্কা, আর্টার জারজিসিক ও নিকোলা জালেভস্কি।

মিডফিল্ডার: গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, ডামিয়ান সিজমানস্কি, পিওটর জিয়েলিনিস্কি, সেবাস্টিায়ান সিজিমানস্কি, সিজিমন জুরকোভস্কি, জ্যাকুব কামিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, কামিল গ্রসিকি ও মিখায়েল স্কোরাস।

ফরোয়ার্ড: রবার্ট লেওয়ানডোভস্কি, কারোল সুইডারস্কি, আরকাডিয়াস মিলিক ও ক্রিজিজস্টো পিয়াটেক।

সৌদি আরব-

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়েসিস, নাওয়াফ আল-আকিদি ও মোহাম্মদ আল-ইয়ামি।

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলি আল-বুলাইহি, আব্দুলেল্লাহ আল-আমরি, আব্দুল্লাহ মাদু, হাসান তামবাকতি, সুলতান আল-ঘানাম, মোহাম্মদ আল-বেরিত ও সৌদ আব্দুলহামিদ।

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কানো, আব্দুলেল্লাহ আল-মালকি, সামি আল-নাজেয়ি, আব্দুল্লাহ ওতায়েফ, নাসির আল-ডসারি, আব্দুলরহমান আল-আবুদ, সারেশ আল-ডসারি ও হাত্তান বাহারবি।

ফরোয়ার্ড: হেইথাম আসিরি, সালেহ আল-শেহরি ও ফিরাস আল-বুরাইকান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here