সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ মাশরাফীর

0
8

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অবস্থান করার অনুরোধ জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রোববার সকালে (৪ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।

মাশরাফী তার ফেসবুকে লেখেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে।
সকলে প্রার্থনা করি।’

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) দিবাগত রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধসহ আহত হয়েছেন ২ শতাধিক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here