স্পোর্টস ডেস্কঃ ভারতের চেন্নাইয়ে চলছে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ দলও। বেশ ভালো একটি দিন পার করেছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দাবাড়ুরা। ছেলেদের ইভেন্টে শুক্রবার শক্তিশালী সুইডেনের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। আর মেয়েদের ইভেন্টে সিরিয়াকে সহজেই হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ছেলেদের উন্মুক্ত বিভাগের সপ্তম রাউন্ডে সুইডেনের বিপক্ষে ড্র পায় বাংলাদেশ দল। সেখানে ২-২ ব্যবধানে ড্র করে জিয়াউররা। বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব জয় পান। তবে হার দেখেন ফিদে মাস্টার মেহেদী হাসান।
এদিকে মেয়েদের বিভাগে সিরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শারমিন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস জিতেছেন। তবে হেরে গিয়েছেন তাসলিমা তালুকদার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা