সুইডেন দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

0
102

স্পোর্টস ডেস্কঃ সুইডেন দলে ডাক পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে সদ্যই ইনজুরি থেকে ফেরা এ তারকাকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন সুইডিশ কোচ জেন অ্যান্ডারসন।

২০১৬ সালে আন্তর্জাতিক  ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইব্রা। এরপর অবসর ভেঙে ২০২১ সালে গত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ফেরেন সুইডেন দলে। সুইডিশদের জার্সিতে ১২১ ম্যাচে ৬২টি গোল করেছেন ইব্রা, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

সুইডিশ কোচ অ্যান্ডারসনকে ফেরানো প্রসঙ্গে বলেন, ‘সে (ইব্রা) মিলানের হয়ে টানা তিনটি ম্যাচ খেলেছে এবং সে ভালো সেপে রয়েছে যদিও সে অনেক দিনের জন্য মাঠের বাইরে ছিল। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আমার মনে হয় সে কিছু যুক্ত করতে পারবে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।’

মার্চের ফিফা উইন্ডোতে ইউরো বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সুইডেন। ২৪ মার্চ তাদের প্রথম প্রতিপক্ষ বেলজিয়াম। ২৭ মার্চ পরের ম্যাচে তারা মুখোমুখি হবে আজারবাইজানের। এ দুই ম্যাচকে সামনে রেখে বুধবার (১৫ মার্চ) দল ঘোষণা করেছে সুইডেন ফুটবল ফেডারেশন।

সুইডেন স্কোয়াড-

ভিক্টর জোহানসেন, ক্রিস্টোফার নর্ডফেল্ট, রবিন ওলসেন, জোয়েল অ্যান্ডারসন, লুডউইং অগাস্টিনসন, হালমার একডাল, গ্যাব্রিয়েল গুডমুন্ডসন, আইজাক হিয়েন, এমিল হোম, এডউইন কুরটুলুস, ভিক্টর নিলসন, কার্ল স্টারফেল্ট, ভিক্টর ক্লাসন, আলবিন একডাল, অ্যান্থোনি এলেঙ্গা, এমিল ফোর্সবার্গ, স্যামুয়েল গুস্তাফসন, ভিক্টর গায়োকার্স, জ্লাতান ইব্রাহিমোভিচ, আলেক্সান্দার আইজাক, জাসপার কার্লসন, জাসপার কার্লস্ট্রম, দিজান কুলুসেভস্কি, ক্রিস্টোফার ওলসন, রবিন কুয়াইসন ও ম্যাথিয়াস সানবার্গ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here