নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সিলেটের ক্রিকেটার-কোচদের উপর হামলা হয়েছে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে চলমান ওয়াফি টি-২০ ক্রিকেট কার্নিভাল ২০২৫ অংশগ্রহণকারী সিলেটের একটি দলের উপর জেলা স্টেডিয়ামে হামলার ঘটনা ঘটে। এতে কোচ-ক্রিকেটারসহ চারজন আহত। এর প্রতিবাদে সিলেটের ক্রিকেটার, কোচ ও একাডেমিগুলো সুনামগঞ্জের ক্রিকেটকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় ক্রিকেটাররা টুর্নামেন্টটি আয়োজন করেছেন।
ওয়াফি টি-২০ টুর্নামেন্টে বুধবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলতে যায় বেসিক ক্রিকেট একাডেমি। স্থানীয় টিম যাত্রী টিমের সাথে ম্যাচ সিলেট সিলেটের তরুণ ক্রিকেটারদের দল বেসিক ক্রিকেট একাডেমির। ম্যাচ চলাকালে বেসিক ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে চতুর্থ ওভারে বিনয়ের আউটের ঘটনায় মাঠের আম্পায়ার সাদিকুর রহমান চৌধুরী ও হোসাইন আহমদ রাসেলের সঙ্গে বেসিক ক্রিকেট একাডেমির কোচ হীরার বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। মাঠেই ঘটনাটি শেষ হয়ে যায়। সিলেটের বেসিক ক্রিকেট একাডেমি ম্যাচটি জিতে নেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শেষে বেসিক ক্রিকেট একাডেমির কোচ-ক্রিকেটাররা বেরিয়ে আসার সময় কথা কাটাকাটির জের ধরে শুরুতে হাতাহাতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এসময় স্থানীয়রা হামলা চালান বেসিক ক্রিকেট একাডেমির কোচ-ক্রিকেটারদের উপর। হামলা থেকে রেহাই পাননি একাডেমিটির ছাত্র সিলেটের কিশোর ক্রিকেটাররাও। বিষয়টি মিমাংসার জন্য জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় সিলেটের দলটির কোচসহ অন্যদের। এসময় কনফারেন্স রুমে সিলেটের দলটির কোচ হীরাকে বেদড়ক মারপিট করা হয়।
জানতে চাইলে বেসিক ক্রিকেট একাডেমির হেড কোচ ইমরান আজাদ এসএনপিস্পোর্টসকে বলেন, ‘ম্যাচ চলাকালে একটি আউটের সিদ্ধান্ত নিয়ে আম্পায়াদের সাথে আমাদের কোচের কথা কাটাকাটি হয়। মাঠেই তা শেষ হয়ে যায়। কিন্তুু এর জেরধরে আয়োজক-আম্পায়াররা বহিরাগতদের ডেকে আনেন। ম্যাচ শেষে বেরিয়ে আসার সময় আমাদের কোমলমতি ক্রিকেটার কোচদের উপর হামলা চালিয়ে তারা আহত করেন।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বৈঠকে মিলিত হন সিলেটের ক্রিকেট কোচ, ক্রিকেটার ও একাডেমিগুলোর সংশ্লিষ্টরা। বৈঠকে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত হয় সুনামগঞ্জের ক্রিকেটকে বয়কট করার। সুনামগঞ্জের সাথে ক্রিকেটীয় কোনো সম্পর্ক রাখবে না সিলেট। সিলেটের ক্রিকেটার-আম্পায়াররা সুনামগঞ্জে যাবেন না। সুনামগঞ্জের ক্রিকেটার-আম্পায়ারদের সিলেটে সুযোগ দেওয়া হবে না।
বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির কোচ এ.কে.এম মাহমুদ ইমন, জেলা কোচ রানা মিয়া, বেসিক ক্রিকেট একাডেমির কোচ ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের প্রতিনিধি ইমরান আলী এনাম, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমির কোচ রিংকু সরকার, সিলেট সুরমা ক্রিকেট একাডেমির কোচ একরাম আহমদ, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমির কোচ আলমাস আহমদ শুকুর, ক্রীড়া সাংবাদিক ও সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ ক্রিকেট টিমের ম্যানেজার কাইয়ুম আল রনি, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমির কোচ নাসির বক্স, বেসিক ক্রিকেট একাডেমির কোচ পলাশ কর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমির কোচ আল ইমরান অনীক, গোলাপগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ মুন্না চৌধুরী, ক্রিকেটার আনোয়ার হোসেন আনু, খালেদ আহমদ, মাহবুব আলম মিছবা, তাইবুর রনি প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০