নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের ক্রিকেট যেনো দিনকে দিন পিছিয়েই যাচ্ছে। ক্রিকেটার তৈরির পাইপলাইন বয়স ভিত্তিক ক্রিকেটে শিরোপা জিততে যেনো ভুলে গেছে জল জোৎস্নার শহরটি। দিনকে দিন ডুবছে সুনামগঞ্জের ক্রিকেট। বেশ কয়েক বছর পর এবার চ্যাম্পিয়নের সুযোগ হয়েছিলো। সেই সুযোগও হাতছাড়া করলো দলটি। লড়াইও করতে পারেনি হবিগঞ্জের সাথে। বিসিবির অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সুনামগঞ্জকে হারিয়ে শিরোপা জিতেছে হবিগঞ্জ।
এ বছর অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায়ও সাফল্য পায়নি সুনামগঞ্জ। অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে জিততে পেরেছিলো মাত্র একটি ম্যাচ। অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে দুই ম্যাচ জিতে ফাইনাল খেলার সুযোগ পেলেও পুরনো পথেই হেঁটেছে সুনামগঞ্জ। বেশ কয়েক বছর থেকে বয়স ভিত্তিক ক্রিকেটে সাফল্যের দেখা পাচ্ছে না সুনামগঞ্জ। সেই ধারা এবারো বহাল থাকলো।
মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের ফাইনালে আগে ব্যাট করা সুনামগঞ্জ মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায়। হবিগঞ্জ অনূর্ধ্ব-১৬ দল পাঁচ উইকেট হাতে রেখে ১০১ রান তুলে চ্যাম্পিয়ন হয়।
টস জিতে আগে ব্যাট করতে নামা সুনামগঞ্জ আশরাফুল মিয়া ও হোসাইন সানির ব্যাটে চড়ে ২৬.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৯৮ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেছেন আশরাফুল। ২১ রান করেছেন হোসাইন সানি। ১৪ রান এসেছে সৃজয় চন্দ্রের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান।
হবিগঞ্জের হয়ে উসামা চারটি ও সাইমম তিনটি করে উইকেট লাভ করেন।
৯৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নামা হবিগঞ্জ উসামা আদিলের হাফ সেঞ্চুরিতে ২৭.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। অলরাউন্ডার উসামা আদিল ৭০ বলে ৬৫ রান করে অপরাজিত থেকেছেন। ১৬ রান করেছেন আশরাফুল সাইমম।
সুনামগঞ্জের হয়ে তামিম ও নাজিম দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০