কাইয়ুম আল রনি, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জ জেলা ফুটবল দলের গোল রক্ষক ইকবাল বখত সুমন। তার অসামান্য অবদানের কারণেই সিলেট বিভাগীয় কমিশনার কাপের ফাইনাল খেলেছে সুনামগঞ্জ জেলা ফুটবল দল।
সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক সিলেট জেলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। সেমিফাইনালে ৩-৩ গোলে সমতায় থাকা ম্যাচটি যখন টাইব্রেকারে গড়ায় তখনি অনেকেই ভেবে ছিলেন জিততে চলেছে সুনামগঞ্জ।
কারণ সুঠাম দেহের অধিকারী সুমন আর যাই হউক অন্তত টাইব্রেকার শট আটকাতে পারবেন না। কিন্তুু সবাইকে অবাক করে দিয়ে সানডেতে সুমনই হয়ে গেলেন জয়ের নায়ক। সিলেটের শেষ শটটি আটকে দিয়ে ফাইনালে নিযে যান দলকে।
২৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন তখনি। ফাইনালে সুনামগঞ্জ জেলা দলের দীর্ঘ দিনের ছায়া হয়ে থাকা সুমন অবসরের সিদ্ধান্ত নিলেন। এজন্য দ্বিতীয় গোল রক্ষক প্রস্তুুত রাখ ছিলেন ফাইনালের জন্য।
১৯৯০ সালে ফুটবল শুরু করা সুনামগঞ্জের জামতলা এলাকার সুমন খেলেছেন অনেক নামি-দামী ক্লাবে। সিলেট ইউনাইটেড ক্লাব, ওয়াবদা ক্লাব থেকে শুরু করে ঢাকা ও মৌলভীবাজারের বিভিন্ন ক্লাবে খেলেছেন দীর্ঘ দিন।
বিভাগীয় কমিশনার কাপের ফাইনাল তিনি অবসর নিবেন। তার আগে ভেবে চিন্তে এই সময়টা বেছে নিলেন তিনি। কারণ সুমন জানতেন এই ম্যাচে সিলেট স্টেডিয়াম ভর্তি থাকবে সুনামগঞ্জের মানুষে।
এ দিন বিকাল হতেই সিলেট স্টেডিয়াম মুখী হতে থাকেন সুনামগঞ্জের মানুষ। প্রায় ২৫/৩০ হাজার দর্শকের সামনে তাই অবসর নিতে শেষ বারের মত প্রিয় দল সুনামগঞ্জের গোলপোস্টে দাঁড়ান সুমন। সিদ্ধান্ত নেন মিনিট পাঁচেক খেলেই মাঠ থেকে নেমে যাবেন।
সেই মোতাবেক দলের কর্মকর্তা থেকে শুরু করে সতীর্থরা পর্যন্ত ফুল আর মালা নিয়ে আগ থেকেই অপেক্ষমান। কিন্তুু শেষ দিনে ভাগ্যকে পাশে পেলেন না তিনি। ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মধ্যেই গোল খেয়ে বসেন সুমন।
এরপরই পূর্বের সিদ্ধান্ত মত মাঠ থেকে নেমে পড়েন। আবেগে আপ্লুত সতীর্থরা জড়িয়ে ধরেন সুমনকে। ফুল দিয়ে জানান শেষ বিদায়। সুমনের বিদায়ে স্বাক্ষী থাকে স্টেডিয়ামের ২৫/৩০ হাজার মানুষ। যাদের বেশির ভাইগ সুনামগঞ্জের সমর্থক। এরপর ম্যাচে আরো ২টি গোল হজম করে হেরে বসে সুনামগঞ্জ।
বেদনীয় মলিন হয়ে যায় সুনামগঞ্জ জেলা দলের দীর্ঘ দিনের গোলরক্ষক সুমনের বিদায়।
ম্যাচ হেরে গেলেও সতীর্থরা সুমনকে বিদায় জানাতে একটুও কার্পণ্য করেননি। এদিন রাতে সিলেটের একটি হোটেল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় সুমনকে। সুনামগঞ্জ গোলবারের ২৬ বছরের প্রহরী সুমনের ফুটবল ক্যারিয়ারের ইতি হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০