সুনামগঞ্জে অনুর্ধ্ব- ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের মেডিকেল ২৮ সেপ্টেম্বর, চলছে অনুশীলন

0
39

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের অনুশীলন চলছে। প্রতিটি দলে প্রায় ৩৫ জন ক্রিকেটার রয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

আগামি ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রতিনিধিদের উপস্থিতিতে এসব বয়স ভিত্তিক দলের ক্রিকেটার বয়স প্রমাণের জন্য মেডিকেল চেকআপ অনুষ্টিত হবে।

এরপরই অনুর্ধ্ব- ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের কোচরা চূড়ান্ত স্কোয়াড গঠণ করবেন মেডিকেল টেস্টে বয়স প্রমাণে উত্তীর্ণ ক্রিকেটারদেরকে নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার জন্য দলগুলো গঠণ করা হচ্ছে। তবে এখনো প্রতিযোগিতার তারিখ নির্ধারণ করেনি ক্রিকেট বোর্ড।

বিসিবির সুনামগঞ্জ জেলা কোচ পাভেল আহমদ এসএনপিস্পোর্টসকে বলেন, ২৮ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ হবে ক্রিকেটারদের। এরপর মূল দল গঠণ করা হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here