সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তেঘরিয়া ব্রাদার্স স্পোটিং ক্লাব। সুনামগঞ্জ বালুর মাঠে ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে রোববার আরপিন নগর স্পোটিং ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
রোববার বিকালে অনুষ্টিত খেলায় দু’দল সমান তালে লড়াই করে। কিন্তুু নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকার ভাগ্যে আরপিন নগরকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তেঘরিয়া। টাইব্রেকারের তেঘরিয়া ব্রাদার্স স্পোটিং ক্লাবের হয়ে জয় সূচক গোলটি করেন আম্ম।
ফাইনালে তেঘরিয়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে সৈকত স্পোর্টিং ক্লাবের। আগামী মঙ্গলবার ১১ নভেম্বর সুনামগন্জ বালুর মাঠে ফ্লাডলাইটের আলোতে টুর্ণামেন্টটির ফাইনাল অনুষ্টিত হবে। থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/আম/০০