নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সুনামগঞ্জে অনুর্ধ্ব-১৫ ফুটবলের ক্যাম্প শুরু হয়েছে।
৫ দিনের অনুশীলন ক্যাম্পের প্রধান কোচের দায়িত্বে আছেন বাফুফের কোচ জাহান নূর ই আলম রাহেল।
৫ দিনের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বুধবার। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রফিকুল ইসলাম ক্যাম্পের উদ্বোধন করনে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ আবু জাকেল, রেজওয়ানুল হক রাজা, পাভেল চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকার ৫০ জন মেধাবী ফুটবলারদেরকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলাদের ক্যাম্প চলবে আগামি ৫ দিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০