নিজস্ব প্রতিবেদকঃ আগামী মাসের আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে করছে বাংলাদেশ দল। ইংল্যান্ডে যাওয়ার আগে আজ (২৭ এপ্রিল) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের ৩ দিনের ক্যাম্প। এরপর সিলেট থেকে ঢাকা ফিরে ইংল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
ইংল্যান্ডে খেলার আগে ক্যাম্প সিলেটে কেন করছে বাংলাদেশ দল? মূলত সেখানকার উইকেটের সঙ্গে সিলেটের উইকেটে মিল থাকার কারণটি প্রাধান্য পেয়েছে, বুধবার এমনটা জানিয়েছিলেন বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে। এবার এই শ্রীলঙ্কার কোচের সাথে সূর মেলালেন প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী।
বৃহস্পতিবার সিলেটে প্রথম দিনের অনুশীলেন গণমাধ্যমের সাথে আলাপকালে মৃত্যুঞ্জয় বলেন, ‘ইংল্যান্ডের উইকেট বাউন্সি। আর এরকম উইকেটের সাথে কিছুটা মিল আছে সিলেটের। এই সুনাম থাকায় এখানে ক্যাম্প করা হচ্ছে। আজ আমরা অনুশীলনে উইকেটে অনেক বাউন্স পেয়েছি। যা আমাদের ইংল্যান্ডের উইকেটে খেলতে বাড়তি সুবিধা দিবে। তবে হুবহু তো আর ইংল্যান্ডের উইকেট আমাদের দেশে পাওয়া যাবে না, তারপরও সিলেটে যতটুকু হয়েছে তাতে আমরা আশাবাদী।
এর আগে কোচ হাথুরুসিংহে বলেছিলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হল সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০