স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে তিন ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
১৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে সুপার এইট পর্ব। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস গ্যাফেনি এবং রিচার্ড ক্যাটেলবোরোহ। তৃতীয় আম্পায়ার হিসেবে জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ল্যাংটন রাসের। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন রঞ্জন মাদুগালে।
১৯ জুন ইংল্যান্ড-উইন্ডিজ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। ম্যাচ রেফারি থাকবেন জেফ ক্রো। অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে নিতিন মেনন এবং আহসান রাজাকে। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস ব্রাউন। এদিকে সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে রিচি রিচার্ডসনকে। অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং মাইকেল গফ। তৃতীয় আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন আদ্রিয়ান হোলস্টোক।
২১ জুন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত এবং ক্রিস ব্রাউন। ম্যাচ রেফারি জেফ ক্রো। তৃতীয় আম্পায়ার হিসেবে দেখা যাবে জোয়েল উইলসনকে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস গ্যাফেনি। ২২ জুন বাংলাদেশের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ভারত। এই ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে দেখা যাবে রঞ্জন মাদুগালেকে। এছাড়া অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ এবং আদ্রিয়াল হোলস্টোক। তৃতীয় আম্পায়ার ল্যাংটন রাসের এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ক্যাটেলবোরোহকে।
২৩ জুন উইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে। অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে রড টাকার এবং অ্যালেক্স হোয়ার্ফকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস ব্রাউন। ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ রেফারি হিসেবে এই ম্যাচে দেখা যাবে রিচি রিচার্ডসনকে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ল্যাংটন রাসের এবং নিতিন মেনন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন আদ্রিয়ান হোলস্টোক, চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে আহসান রাজাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post