স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্টিত হবে সুপার মক কাপ। কিশোর ফুটবলারদের এই লড়াই শুরু হেব ১১ ডিসেম্বর থেকে। টুর্ণামেন্টটিতে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলপ প্রস্তুুতি শুরু করছে আগামিকাল মঙ্গলবার। প্রাথমিক দলের ২৬ খেলোয়াড়কে নিয়ে বিকেএসপি তে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।
আগের দুই আসরে বাংলাদেশ অংশ নিয়েছিলো অনূর্ধ্ব-১২ ও ১৩ বিভাগে। এশিয়া, ইউরোপ আর লাতিনের বড়বড় দেশগুলোর সাথে এবার টক্কর দেবে শুধু ১৪ বয়সী বাংলার ক্ষুদে ফুটবলাররা।
উঠতি বয়সী বয়স ভিত্তিক এই দলটাকে নিয়ে পৃষ্টপোষকরাও ছক কষছেন। ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, এই দলটা যদি মক কাপে ভালো খেলে তাহলে এদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হবে।
টুর্নামেন্টে গেলবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। এবার ১৪ না পেরোনো কিশোরদের নিয়ে মূলপর্বে লড়াইয়ের স্বপ্ন দেখছে বাফুফে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪