নিজস্ব প্রতিবেদকঃ প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। এদিকে সুপার সিক্সেও বাংলাদেশ পুলিশকে উড়িয়ে দিয়েছে আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ তারা বাংলাদেশ পুলিশকে হারিয়েছে ৭–০ গোলে।
আবাহনীর ৭–০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোমান সরকার। এ ছাড়া গোল করেছেন আশরাফুল ইসলাম, রেজাউল করিম ও ভারতীয় শিলানন্দ লারকা, ভেঙ্কটেশ ডি কেচ ও আফফান ইউসুফ। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। লিগের প্রথম পর্বে খেলায় অ্যাজাক্সকে ৫-৩ গোলে হারিয়েছিল তারা।
খেলার দ্বিতীয় মিনিটে ১–০ গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। গোল করেন দলটির শিমুল খান। ১১ মিনিটে সমতা ফেরান মোহামেডানের মালয়েশিয়ান খেলোয়াড় ফিতফি বিন সারি। এরপর ১৪, ২২, ২৭, ৩৯ ও ৪৩ মিনিটে গোল পায় মোহামেডান। হ্যাটট্রিক করেন ফয়সাল বিন সারি। এর আগে ১৪ মিনিটে গোল করেন দ্বীন ইসলাম। ৪৩ মিনিটে গোল পান তৃতীয় মালয়েশিয়ান ফয়েজ হেলমি বিন জালি। ৪৪ ও ৫১ মিনিটে স্কোরলাইন ৮–১ করেন যথাক্রমে শহীদুল হক সৈকত ও মেহেদী হাসান অভি। ৫৩ মিনিটে অ্যাজাক্সের সিলহেইবা লিশাম ব্যবধান কমান (৮–২)। ৫৮ মিনিটে মোহামেডানকে নবম গোল উপহার দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post