সুমনের মতে সেমি ফাইনালের দৌড়ে নেই বাংলাদেশ

0
78

স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে চলছে এখন জোর আলোচনা। চারিদিকে চলছে নানান বিশ্লেষণ আর ভবিষ্যদ্বাণী। সুপার টুয়েলভ শুরু হওয়ার পর থেকে, এখন মূল আলোচনা চলছে সেমি ফাইনালে কারা যাবে সেটি নিয়ে।

সাবেক ক্রিকেটার, সংগঠকসহ সবাই নিজেদের মতো করে ভবিষ্যদ্বাণী করছেন। এবার গ্রুপ-২ থেকে নিজের পছন্দের দুই সেমিফাইনালিস্ট দল বেঁছে নিলেন বাংলাদেশ দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ভারতীয় এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে গ্রুপ-২ থেকে সেমি ফাইনালে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ বাংলাদেশ থাকলেও, তাদের সম্ভাবনা দেখেন না তিনি।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমি মনে করি এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত সেমি ফাইনালে যাবে। আমার মতে দক্ষিণ আফ্রিকা সক্ষমতা রাখে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here