স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন কাজ করার পর অস্কার তাবারেজ উরুগুয়ের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ডিয়েগো আলোনসোর হাতে কোচের দায়িত্ব তুলে দেয় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। আলোনসোর অধীনেই কাতার বিশ্বকাপে খেলে উরুগুয়ে। যদিও লুইস সুয়ারেজরা গ্রুপপর্বও পার হতে পারেনি।
বিশ্বকাপ শেষ হতেই উরুগুয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন আলোনসো। পুনরায় ক্লাব ফুটবলে ফিরতে পদত্যাগপত্র জমা দেন আলোনসো। পরবর্তী কোচ হিসেবে আর্জেন্টিনার মার্সেলো বিয়েলসার নাম শোনা যাচ্ছিল। তবে প্রস্তাবে রাজি হচ্ছিলেন না বিয়েলসা।
বর্তমানে ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে স্থায়ী বসবাস করেন বিয়েলসা। আর সেখানেই বিয়েলসার সাথে দেখা করতে একাধিকবার লাতিন আমেরিকান দলটির ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা যান। শুরুতে বিয়েলসা আগ্রহী না থাকলেও, শেষ পর্যন্ত রাজি হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি।
সব ঠিক থাকলে ‘এল লোকো’ খ্যাত আর্জেন্টাইন এই কোচ দায়িত্ব নিতে যাচ্ছেন উরুগুয়ে জাতীয় দলের। শুধুমাত্র আনুষ্ঠানিক চুক্তি সইয়ের অপেক্ষা। এইউএফ নির্বাহী কমিটির সদস্য হোর্হে কাসালেস নিশ্চিত করেছেন বিষয়টি। ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন খ্যাপাটে এই কোচ।
উরুগুয়ে কোচ হওয়ার পর বিয়েলসার প্রথম এসাইনমেন্ট হবে আগামী জুনে প্রীতি ম্যাচ দিয়ে। নিকারাগুয়া ও কিউবার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী সেপ্টেম্বরে শুরু হবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। সেখানে ভালো করতে মরিয়া দলটি।
এর আগে আর্জেন্টিনা ও চিলি জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন বিয়েলসা। আর ক্লাব ফুটবলে এস্পানিওল, লাৎসিও, অ্যাথলেটিক বিলবাও, মার্শেই ও লিডস ইউনাইটেডে কোচের দায়িত্ব পালন করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা