নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনীর শৃঙ্খল জীবন থেকে হঠাৎ এসেছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে খেলার কোন অভিজ্ঞতা না থাকলেও এক পেসার হান্ট দিয়েই লাইম লাইটে চলে এসেছেন গতিদানব ইবাদত হোসেন।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাটলতলী গ্রামের যুবক, বিমান বাহিনীর চাকুরীজীবি ইবাদত এবার স্বপ্ন দেখছেন ক্রিকেটের আকাশে ডানা মেলার। পেসার হান্ট থেকে সোজা এইচপি স্কোয়াডে। এইচপি থেকে ১ম শ্রেণীর ক্রিকেটে। সিলেট বিভাগীয় ক্রিকেট দলের হয়ে গত কিছু দিন আগেই অভিষেক হয়েছে ঘরোয়া ক্রিকেটে।
এবার সোজা স্বপ্নের চূড়ায়। ১৩৯ কিলোমিটার গতিতে বল করা ইবাদতকে ক্রিকেট বোর্ডের নির্বাচকরা ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে নির্বাচন করেছেন। এখানে ভালো করতে পারলেই চলে যাবেন জাতীয় দলের নজড়ে। লাল-সবুজের জার্সি গায়ে পড়ার স্বপ্নটা হয়তো বাস্তবতায় রূপ নিবে শীঘ্রই। তার জন্য প্রস্তুতি ম্যাচে চাই ভালো বোলিং। আর সেটাই করতে চান ইবাদত।
আগামীকাল মঙ্গলবার ওই ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুুতি ম্যাচটি ঢাকার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় এসএনপিস্পোর্টস২৪ডটকম’র সঙ্গে মুঠোফোনে আলাপ কালে সিলেট বাসীর কাছে দোয়া চেয়েছেন ইবাদত। আলাপকালে এই গতি দানব বলেন, এটাই জীবনের সেরা সুযোগ। আমি সুযোগটাকে কাজে লাগাতে চাই। এমন সুযোগ বার বার আসবে না।
ইবাদত বলেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে ভালো বোলিং করতে পারলে সবার নজড়ে আসবো। এখানে আমি ভালো করতে চাই। এজন্য সিলেটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাই।
প্রস্তুতি ম্যাচের দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন, মোহাম্মদ মানিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০