স্পোর্টস ডেস্ক:: সমর্থকদের প্রত্যাশা ছিলো শেষ ম্যাচে একটা সুযোগ পাবেন এনামুল হক বিজয়। বিশেষ করে সিরিজ জয়ের পর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যখন জানান, শেষ ম্যাচে আরো অনেককেই দেখা যাবে। এমন সুযোগ তিনি কাজে লাগাতে চান। প্রয়োজনে নিজেও বসবেন একাদশ থেকে।
অথচ তৃতীয় ম্যাচের টসের পর তার কোনো প্রমাণ মিললো না। বাংলাদেশ একাদশে পরিবর্তন এনেছে মাত্র একটা। যেখানে দলের বাইরে আরো অনেকেই আছেন, তাদেরকে সুযোগ দেওয়া যেতো, সুযোগটি কাজে লাগালো না বাংলাদেশ।
এমনিতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। তার ওপর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত নয় যে, প্রতিটি ম্যাচেরই পয়েন্টই ‘মহা গুরুত্বপূর্ণ’ হয়ে উঠবে।
সিরিজের তৃ্তীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে উইন্ডিজ ও বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। টস জিতে স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তামিম ইকবাল।
যেখানে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আগে ব্যাট করতে নামতে হচ্ছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন উইন্ডিজকে।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে এসেছেন তাইজুল ইসলাম। প্রায় আড়াই বছর পর ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। পুরোপুরি স্পিন নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ দল। একাদশে কেবল এক পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০