স্পোর্টস ডেস্ক:: লা লিগায় শিরোপার দৌড়ে বার্সার পেছনে ছুটে চলা রিয়াল মাদ্রিদ হোঁচট খেলো। রিয়াল বেতিসের কাছে পয়েন্ট হারাতে হলো তাদের। রাতের ম্যাচে রিয়াল বেতিসের সঙ্গে গোল শুন্য সমতায় ম্যাচ রেখেই মাঠ ছাড়তে হয়েছে করিম বেনজেমা-ভিনিসিউস জুনিয়দের।
আক্রমণের পর আক্রমণ করেও বেতিসের রক্ষণে চিড় ধরাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের পুরােটা সময় আধিপত্য বিস্তা করে খেলেছে টিকই, তবে গোলের দেখা পায়নি দলটি। আক্রমণে খুব একটা উঠতে না পারলেও রিয়াল বেতিস অক্ষুন্ন রেখেছে নিজেদের জাল।
ম্যাচে ৬২ শতাংশ সময় বল ছিলো রিয়াল মাদ্রিদের দখলে। তাদের ৬৭২ পাসের বিপরীতে বেতিসের পাস ছিলো ৩৯৮টি। ভালো খেলেও গোল করতে না পারায় হতাশ হয়েই মাঠ ছাড়তে হলো বেনজেমা-রদ্রিগোদের। অসংখ্য সুযোগ মিস করেছেন তারা। রীতিমতো সুযোগ মিসের মিছিল করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা ভালো খেলে বেতিস। তবে আক্রমণাত্মক না হয়ে দলটি নিজেদের রক্ষণকে সামলে রেখে খেলতে থাকে। প্রথমার্ধ তাই শেষ হয় গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে রিয়াল মাদ্রিদ গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে গোল করতে পারেননি করিম বেনজেমা, রদ্রিগোরা। শেষ পর্যন্ত তাই গোল শুন্য সমতায় ম্যাচ রেখে পয়েন্ট হারিয়ে ছাড়তে হয় মাঠ।
২৪ ম্যাচে ১৬ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে বার্সার পেছনেই আছে রিয়াল মাদ্রিদ। টেবিল টপার জাভির দলের পয়েন্ট ৬২। সমান ম্যাচে ১২ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে রিয়াল বেতিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post