স্পোর্টস ডেস্কঃঃ লিগ ওয়ানের ম্যাচে আবারো হারল পিএসজি। নিজেদের মাঠে দারুণ জয় তুলে নিয়েছে রেনে। মেসি-নেইমারদের দলকে ১-০ গোলে হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে প্রভাব দেখাতে পারেননি হালের তিন সেরা তারকা লিওনেল মেসি, নেইমার ও এমবাপে। পিএসজি কোচ শুরুর একাদশেই রাখেননি ফরাসি তারকাকে। বিরতির পর মাঠে নেমে সহজ সুযোগ মিস করেছেন তিনি। লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হার তাই ১-০ গোলের।
দুই দলের টান টান উত্তেজনার ম্যাচটির প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। গোল শুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর মাঠে নামেন এমবাপে। এরপরই হারান সহজ সুযোগ। লিড নেওয়া হয়নি ফরাসি জায়ান্টদের। আক্রমণ খুব একটা করতে পারেননি মেসি-নেইমাররা।
ম্যাচের ৬৫তম মিনিটে পিএসজি স্তব্ধ করে দেয় রেনে। এইচ টাওয়ারের গোলে লিড নেয় দলটি। পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা। ম্যাচের বাকীটা সময় চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি মেসিরা। ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
লিগ ওয়ানে তিন ম্যাচের দুটিতেই হারল চ্যাম্পিয়নরা। রেনের মাঠে শেষ ম্যাচের তিনটিতেই হার পিএসজির। অন্য ম্যাচটি করেছে ‘ড্র’।
এসএনপিস্পোর্টসটুয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post