স্পোর্টস ডেস্কঃ সূর্যকুমার যাদব খেললেন আইপিএলে ক্যারিয়ার সেরা ইনিংস। তাতে উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতরাতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ব্যাঙ্গালোর। জবাবে খেলতে নেমে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মুম্বাই।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার ৩৫ বলে ঝড়ো ৮৩ রানের ইনিংস খেলে ফিরেন। ডানহাতি এই ব্যাটার ৭ চার ও ৬ ছক্কা হাঁকিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। তার ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে সাবেক তারকা ব্যাটসম্যান বলেন, কঠোর পরিশ্রমে নিজেকে শাণিত করছেন তার উত্তরসূরি।
গাভাস্কার বলেন, ‘সূর্য বোলারদের নিয়ে খেলছিল। সে যখন এমন ব্যাটিং করে, তখন সেটা গলি ক্রিকেটের অনুভূতি দেয়। অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আরও ভালো হয়ে উঠেছে। তার বটম হ্যান্ড অনেক শক্তিশালী, সে তা নিখুঁতভাবে ব্যবহার করে। বেঙ্গালোরের বিপক্ষে সে লং-অন ও লং-অফের দিকে এবং পরে মাঠের চারপাশে শট খেলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০