স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার রক্ষণের শেষ স্তম্ভ এমিলিয়ানো মার্টিনেজ জিতলেন বিশ্বকাপের গোল্ডের গ্লাভস পুরস্কার। আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মত ফাইনালেও আর্জেন্টিনার জয়ের শেষ মুহূর্তের নায়কে পরিণত হলেন তিনি।
রোববার লুসাইলের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মার্টিনেজ। তিন গোল খেলেও তার দুটি ছিল পেনাল্টি থেকে, যাতে তার দায় নেই। অন্য গোলটিও বক্সের মুখ থেকে এতো জোরে এমবাপে মারেন যে ফেরানোর সুযোগ পাননি তিনি। তবে ম্যাচে মার্কোস থুরাম ও কোলো মোয়ানির দুটি ভালো শট ফেরান এই গোলরক্ষক। বিশেষ করে অতিরিক্ত সময়ের শেষ ভাগে তার দারুণ সেভে ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ায়। এরপর টাইব্রেকারে একটি দুর্দান্ত শট ফিরিয়েছেন মার্টিনেজ।
ম্যাচ শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ভুলেন নি মার্টিনেজ। তিনি বলেন, ‘ম্যাচটায় আমরা অনেক সংগ্রাম করেছি। অনেক ভুগেছি। দুটি ভুলে ফ্রান্স খেলায় সমতা ফিরিয়ে আনল। ঈশ্বরকে ধন্যবাদ। এরপর আমি আমার কাজটা ঠিকঠাক করতে পেরেছি। আমি সেটিই করতে পেরেছি, যে স্বপ্ন আমি দেখেছি।’
নিজের স্বপ্নপূরণের চিত্রনাট্যে মুগ্ধ, রোমাঞ্চিত মার্টিনেজ। উচ্ছ্বসিত কণ্ঠে এই আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘এর চেয়ে দুর্দান্তভাবে আমি আমার বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে পারতাম না। পেনাল্টির সময় আমি খুব শান্ত থেকে, মাথা ঠান্ডা রেখেই নিজের কাজটা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০