স্পোর্টস ডেস্কঃ কাগিসো রাবাদার তোপ সামলে লোকেশ রাহুলের ব্যাটে লড়াই চালিয়েছে ভারত। রোহিত শর্মার দল মঙ্গলবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ২০৮ রান তুলেছে। বাজে আবহাওয়ার কারণে প্রথম দিনে খেলা হয়েছে কেবল ৫৯ ওভার।
এক প্রান্ত আগলে রেখে দুই ছক্কা ও ১০ চারে ১০৫ বলে ৭০ রানে ব্যাট করছেন রাহুল। ৪৪ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার রাবাদা। টেস্টে চতুর্দশবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই পেসার, ভারতের বিপক্ষে পেলেন প্রথমবার। ৫০ রানে ২ উইকেট পেলেন অভিষিক্ত নান্দ্রে বার্গার।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায় নি ভারত। রোহিত শর্মা ফিরে যান ইনিংসের পঞ্চম ওভারেই। রাবাদার শর্ট বলে হুক করতে গিয়ে লং লেগ অঞ্চলে অভিষিক্ত বার্গারের মুঠোয় ধরা পড়েন ভারতের অধিনায়ক। দশম ওভারে ফিরে যান আরেক ওপেনার জস্বভী জয়সওয়ালও। ৩৭ বলে ১৭ রান করা এই বাঁহাতি উইকেটের পেছনে কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে বার্গারের বলে ফিরে যান।
পরে শুভমান গিলকে ফেরান বার্গার। গিলের ব্যাটে আসে ২ রান। তারপর ৬৮ রানের জুটি গড়েন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এই জুটি ভাঙেন রাবাদা। ৫০ বলে ৩১ রান করা আইয়ারকে বোল্ড করে বিদায় করেন তিনি। কোহলিকেও প্যাভিলিয়নে পাঠান প্রোটিয়া এই পেসার। তার অফ স্টাম্পে তাক করা ডেলিভারি ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক ভেরাইনির গ্লাভসে। ৬৪ বলে ৩৮ রান আসে কোহলির ব্যাটে।
এরপর ভারতের হয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন রাহুল। ৮ রান করে রাবাদার শিকার হওয়া রবিচন্দ্রন অশ্বিন তাকে সঙ্গ দিতে ব্যর্থ হলেও শার্দুল ঠাকুর কিছুটা সময় উইকেটে থেকেছেন। এই দুজনের ৪৩ রানের জুটিটি ভেঙেছেন রাবাদা। ৩৩ বলে ২৪ রান করে এই পেসারের পঞ্চম শিকারে পরিণত হন শার্দুল। এরপর আবারও বৃষ্টি শুরু হওয়ার আগে জসপ্রিত বুমরাহকে এক রানে বোল্ড করেন মার্কো ইয়ানসেন। শেষপর্যন্ত ৭০ রানে অপরাজিত থাকেন রাহুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post