স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টে ৭ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো ওপেনার সাদমান ইসলামকে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান পেসার মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়েছেন ৯৩ রানে। বাঁহাতি এই ব্যাটার দলে ফিরেছেন প্রায় আড়াই বছর পর, সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ওভারেই। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বড় স্কোর গড়তে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না।
খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন ৪২ বলে ১৬ রান করেন শান্ত। দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সাদমান ও মুমিনুল হক। দুজনই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। তবে ফিফটির পরে এগোতে পারলেন না মুমিনুল। খুররামের দুর্দান্ত বল শান্তর মতোই বুঝে উঠতে পারলেন না। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে খেলেছেন ৭৬ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি। এরপর ১৮৩ বলে ৯৩ রানের ইনিংস থামে সাদমানের। তাঁর ইনিংসটি গড়া ১২টি চারে। মোহাম্মদ আলীর অফ স্টাম্প ঘেঁষে আসা বল অফে খেলার চেষ্টা করে লাইনে যেতে পারেননি টাইগার ওপেনার। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০