নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে প্রথম ইনিংসে রংপুরের দেওয়া ২১৭ রানের জবাবে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে সিলেট। সিলেটের হয়ে জাকির হাসান দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকেই এগুচ্ছেন। দ্বিতীয় দিন শেষে ব্যক্তিগত ৯১ রানে অপরাজিত আছেন প্রতিভাবান এই ব্যাটসম্যান। কাল সকালে ১৩ রান নিয়ে অপরাজিত থাকা আবুল হাসানকে সঙ্গে নিয়ে আবারো ব্যাটিংয়ে নামবেন জাকির।
রংপুরের ২১৭ রানের জবাবে দ্বিতিয় দিন শেষে সিলেট ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২১৪ রান। এই রান সংগ্রহ করতে সিলেট ব্যাটিং করেছে ৮৩ ওভার।
সিলেটের হয়ে অলক কাপালী ২৫, তান্না ২৩, শানাজ ৩৫ রান, শানুর ৬, রুমান ৮ করেন।
রংপুরের হয়ে তানভীর হায়দার ২টি, মাহিদুল হাসান ২টি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই এগুচ্ছিলো রংপুরের উদ্বোধনী জুটি। রংপুের দলীয় স্কোর যখন বিনা উইকেটে ৬৯ তখনি সিলেটকে বেক থ্রু এনে দেন গত ম্যাচে অভিষেক হওয়ার সিলেটের তরুণ বোলার শাহনুর। ৩২ রান করা রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন শাহনুরের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।
প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যান। সিলেটর বিধ্বংসী বোলিংয়ে দলীয় স্কোর ১শ পর হওয়ার আগেই ৪ জন ব্যাটসম্যান প্যাভালিয়ানে ফেরেন। সোমবার সকালে ২শ১৭ রানেই আটকে যায় রংপুরের ইনিংস।
রংপুরের জাহিদ ৩৯, মাহমুদুল হাসান ৫, আরিফুল হক ১৬, নবীন ৩১ রান, ধীমান ঘোষ ৪৫ রান করেন। ব্যক্তিগত ২১ রানে অপরাজিত আছেন সোহরাওয়ার্দী শুভ।
সিলেটের হয়ে অধিনায়ক অলক কাপালী ৩টি, তরুণ স্পিনার শাহনুর ৩টি, আবুল হাসান ২টি, নাসুম আহমদ ১টি, রাহী ১ টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০