স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুুতি ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে সেঞ্চুরির পথে এগুচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফিরেছেন শান্ত। তামিম ইকবাল সেঞ্চুরির দিকে এগুচ্ছেন। তবে শুন্য রানেই সাজঘরে ফিরেছেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশের এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৩৯.২ ওভারে দুই উইকেটে ১৪৩ রান। ৮৬ রান করা তামিম এগুচ্ছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দিকে। নেতৃত্ব ছেড়ে দেওয়া অধিনায়ক মুমিনুল হকও ফিরেছেন শূন্য রানে।
টাইগারদের তরুণ ওপেনার জয় রানের খাতা খুলতে পারেননি। দলীয় ২ রানের ৬ বল খেলে শুন্য রানে ফিরেন তিনি। তার বিদায়ের পর উইকেটে আসা শান্তকে নিয়ে জুটি গড়ে ছিলেন তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪০ রানের জুটি গড়েন দু’জনে। এরপরই ব্যক্তিগত ৫৪ রানে শান্ত ফিরেন সাজঘরে। নয় চারে ৯৯ বলে নিজের ইনিংসটি সাজান তিনি।
শান্তের বিদায়ের পর উইকেটে আসা মুমিনুল হক৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দলীয় ১৪৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিমকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন লিটন দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০