নিজস্ব প্রতিবেদকঃ ব্যাট হাতে দারুণ ফর্মে আছে নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে হয়েছে সিরিজ সেরা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছে। এরও আগে বিপিএলের টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছে।
সবশেষ আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। যদিও পরের ম্যাচে ভালো করতে পারেননি তেমন। যদি অন্তত ফিফটি পেতেন, তাহলে খুশি হতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিবি সভাপতি পাপন জানান, শান্ত ভালো খেলার পরই ফোন দিয়ে অভিবাদন জানিয়েছিলেন। একইসাথে বলেছিলেন একশ করার পর পরেরটাতে অন্তত পঞ্চাশ না করলে, সেটির কোনো দাম নেই।
পাপন বলেন, ‘শান্ত আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলেছে। আমি সাথে সাথে তাকে ফোন করে জানিয়েছি, তুমি খুব ভালো খেলেছো। আমি শেষ ম্যাচটা না দেখে চলে এসেছিলাম। আজকে দেখা হওয়ার পরে ওকে আবার বলেছি, একটা একশ’র পরে আরেকটা অন্তত পঞ্চাশ না হলে ওই একশ’র কোনো দাম নেই। এর মানে তাকে নিয়মিতই পারফর্ম্যান্স করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post