নিজস্ব প্রতিবেদক:: এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগে গতকালও খেলেছেন ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। গাজী গ্রুপের হয়ে মোহামেডানের বিপক্ষে এই সেঞ্চুরি হাঁকিয়ে বিজয় অপেক্ষায় আছেন সেঞ্চুরির হাফ সেঞ্চুরির। স্বীকৃতি ক্রিকেটে বাংলাদেশের এই ওপেনারের সেঞ্চুরির সংখ্যা এখন ৪৮। দেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।
চলমান ডিপিএলে আর দু’টি সেঞ্চুরি করতে পারলেই সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হয়ে যাবে তার। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ৫০টি শতকের মালিক হয়ে যাবেন তিনি। এই তালিকায় তার পরেই দ্বিতীয় স্থানে আছেন নাঈম ইসলাম। ঘরোয়া ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরি আছে তার।
এনামুল হক বিজয়ের ৪৮ সেঞ্চুরির মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ২৪টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ২১টি। তিনটি সেঞ্চুরি আছে টি-২০ ক্রিকেটে। দ্বিতীয় স্থানে থাকা নাঈম ইসলামের ৪৬টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩টি আর লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি। স্বীকৃত টি-২০ ক্রিকেটে এই ব্যাটারের কোনো সেঞ্চুরি নেই।
বছরের শুরুতে জানুয়ারিতে বাংলাদেশ বিপিএলে রাজশাহীকে নেতৃত্ব দেনে বিজয়। খুলার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। স্বীকৃত ক্রিকেটে যা ছিলো ৪৭তম। গতকাল ডিপিএলে করেছেন ৪৮তম সেঞ্চুরি। বিপিএলের সেঞ্চুরি দিয়েই নাঈম ইসলামের সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরির রেকর্ডকে পেছনে ফেলেন তিনি।
এনামুল-নাঈমের পরেই তৃতীয় অবস্থান তামিম ইকবালের। বাংলাদেশের এই ক্রিকেটারের সেঞ্চুরি ৪৫টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪টি সেঞ্চুরি। আর স্বীকৃত টি-২০ ক্রিকেটে তামিমের সেঞ্চুরি চারটি। ৩৩টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ স্থানে মুমিনুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০