স্পোর্টস ডেস্ক:: সবশেষ দুই ওয়ানডেতে হ্যাটট্রিক। আগের ম্যাচেও শতক। সেঞ্চুরির হ্যাটট্রিক করে বড় পুরস্কারই পেলেন পাকিস্তানের ফখর জামান। আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তার ওপরে শুধুই একজন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ উন্নতি হয়েছে ফখর জামানের। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই শতকের পর বড় লাফ দিলেন র্যাঙ্কিংয়ে। সবশেষ ম্যাচে ১৮০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। করাচিতে চলছে দুই দলের তৃতীয় ওয়ানডে ম্যাচটি।
ফখর জামানের উপরে আছেন শুধুই একজন। তার অধিনায়ক বাবর আজম। আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে পাক অধিনায়ক সবার উপরে। আট ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে আসা ফখরের রেটিং পয়েন্ট ৭৮৪। তাকে জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে গেছেন প্রোটিয়ার ব্যাটার ডুসেন। তার রেটিং পয়েন্ট ৭৭৭।
৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে আছেন ভারতের শুবমান গিল। পঞ্চম স্থানেও আরেক পাকিস্তানী। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ জনের তিনজনই পাকিস্তানের। ৭৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ইমাম উল হক আছেন পাঁচ নম্বরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছে দলটি। দুই ম্যাচেও সেঞ্চুরি এসেছে চারটি। নিউজিল্যান্ডের হয়ে দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডেরিল মিচেল। কম যাননি ফখর জামান। জবাব দিয়েছেন সেঞ্চুরি দিয়ে। তিনিও দুই সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ১৮০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০