স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ১০০০তম ম্যাচটি শেষ হলো দারুণ রোমাঞ্চে। শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মুম্বাইকে জিতিয়েছেন টিম ডেভিড। ৪২৬ রানের ম্যাচে রাজস্থান রয়ল্যালসকে তিন বল ও ছয় উইকেট হাতে রেখে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আগে ব্যাট করা রাজস্থান যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে ২১২ রান তুলেছিলো। সেঞ্চুরির ম্যাচটিও জিততে পারেনি তারা। টিম ডেভিড, সূর্যকুমার ও ক্যামেরন গ্রিনের ব্যাটে চার উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে মুম্বাই।
টস জিতে ব্যাটিংয়ে নামা রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২১২ রান তুলে। ১৬ চার ও ৮ ছক্কায় মাত্র ৬২ বলে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন জয়সওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে জট বাটলারের ব্যাট থেকে।
মুম্বাইয়ের হয়ে আরশাদ খান ৩টি ও পিযুষ চাওলা ২টি উইকেট লাভ করেন।
২১৩ রানের টার্গেটে খেলতে নামা মুম্বাই সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির সঙ্গে টিম ডেভিড ও ক্যামেরন গ্রিণের ব্যাটে চড়ে তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন সূর্যকুমার। ২৯ বলের ইনিংসে আট চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি। ক্যামেরণ গ্রিন ২৬ বলে করেছেন ৪৪ রান। শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন টিম ডেভিড। পাঁচ ছয় ও দুই চারে ১৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।
রাজস্থানের হয়ে রবিচন্দ্রন অশ্বীন ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post