সেঞ্চুরি আর ম্যাচ জয়ে অধিনায়কত্বের অভিষেক রাঙালেন হোপ

0
147

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। তবে ঘরের মাঠ ইস্ট লন্ডনে ৪৮ রানের হার দেখেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে গেল উইন্ডিজ। ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ সেঞ্চুরি হাঁকিয়েছেন। জবাবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে দল জিততে পারেনি।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৫ রানের বিশাল পুঁজি পায় উইন্ডিজ। দলের পক্ষে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে খেলতে নামা শাই হোপ। ১১৫ বলে ৫ বাউন্ডারি ও ৭ ছক্কার মারে সাজান ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরির ইনিংস। সহ-অধিনায়ক রোভম্যান পাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৪৬ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজ একাই ৩ উইকেট শিকার করেন। বিওন ফরচুন ও তাবরাইজ শামসি ২টি করে উইকেট লাভ করেন।

৩৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ৮.৪ ওভার স্থায়ী ৭৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে কুইন্টন ডি ককের বিদায়ে। ১৬.১ ওভারে ১২৩ রানে হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। ২৭ ওভারেই ২০০ রান পার করে ফেলা সেই দক্ষিণ আফ্রিকা, হুট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪১.৪ ওভারে ২৮৭ রানে অলআউট হয়ে পড়ে স্বাগতিকরা। রান করেও দেখতে হয় হার।

দলের হয়ে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাভুমা। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ার সেরা ইনিংসটি বাভুমা সাজান ১১৮ বলে ১১ বাউন্ডারি ও ৭ ছক্কার মারে। ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৮ রানের ক্যামিও ইনিংস খেলেন ডি কক।

উইন্ডিজের হয়ে আলঝারি জোসেপ ও আকিল হোসেন ৩টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here