সেঞ্চুরি করে সাজ ঘরে তামিম, দ্রুত উইকেটের পতন

0
25

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করে ছিলেন তামিম ইকবাল। এবার ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছে এই ড্যাশিং উদ্বোধনী ব্যাটসম্যান।

তবে সেঞ্চুরিকে লম্বা ইনিংসে পরিণত করতে পারেননি তামিম ইকবাল। ১৪৭ বলে ১০৪ রান করে তামিম ফিরে যাবার পররই সাজঘরে যান মুমিনুল হক। মুমিনুল করেন ১১১ বলে ৬৬ রান করেন। তামিমের ইনিংসে ১২টি, মুমিনুল হকের ইনিংসে ১০টি চারের মার ছিলো।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৭.১ ওভারে ১৯৪ রান। এই রান সংগ্রহ করতে বাংলাদেশ উইকেট হারিয়েছে ৩টি। উইকেটে আছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

তামিম ইকবালের সবশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল গেল বছরের ২৮ এপ্রিল। খুলনায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বকে। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন এই টাইগার ওপেনার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here