নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে রেকর্ড লিড পেয়ে গেছে বাংলাদেশ। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে চা বিরতির আগে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭৮ রান। লিড দাঁড়িয়েছে ৬১৪ রানের। সেঞ্চুরির পথে আছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। তিনি ৯৫ রানের অপরাজিত থেকে মাঠে ছেড়েছেন। তার সঙ্গে ৪৮ রানে অপরাজিত অধিনায়ক লিটন দাস।
দ্বিতীয় সেশনে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি থেকে ৫ রান দূরে দাঁড়িয়ে সাবেক অধিনায়ক মুমিনুল। লিটন ফিফটি থেকে ২ রান দূরে দাঁড়িয়ে। দুজনের জুটি ৯৬ রানের। আছে সেঞ্চুরি ছোঁয়ার অপেক্ষায়।
এর আগে ক্যারিয়ারের ১৭তম ফিফটি ছুঁতে ৬৭ বল খেলেন মুমিনুল। অভিজ্ঞ বাঁহাতি এই ব্যাটার ফিফটি হাঁকাতে মেরেছেন ৭টি চার। সাদা পোশাকে ১১টি সেঞ্চুরি রয়েছে তার। অন্যদিকে ৭ চারে ৪৮ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন লিটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post