স্পোর্টস ডেস্কঃ সুপার টুয়েলভে প্রথম ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০০ রান তুলেছে কিউইরা। আর সেই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওপেনার ডেভন কনওয়ে।
৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ওপেনার। কনওয়ের ৫৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ বাউন্ডারি ও ২ ছক্কার মারে। সেঞ্চুরি মিস আক্ষেপে পুড়লেও, নতুন রেকর্ড গড়েছেন কনওয়ে। এই তারকা নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাজার রান করার কীর্তি গড়েছেন।
হাজার রান করতে কনওয়েকে খেলতে হয়েছে মাত্র ২৬ ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের দখলে। ৩৪ ইনিংসে হাজার রান করে শীর্ষে ছিলেন উইলিয়ামসন। তবে সেই সিংহাসন এবার কেড়ে নিয়েছেন কনওয়ে।
নিউজিল্যান্ডের হয়ে প্রথম হলেও, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কনওয়ে। তার চেয়ে আরও দুজন ব্যাটার সবচেয়ে দ্রুত গতিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি। দুজনেরই এই কীর্তি গড়তে লেগেছে ২৪ ইনিংস করে। কনওয়ের চেয়ে দুই ইনিংস কম খেলে দুজন যৌথভাবে শীর্ষে আছেন। এদিকে কনওয়ের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা/১১০