স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ হার দিয়ে শুরু করে বাংলাদেশ। বৃহস্পতিবার পাল্লেকেলেতে প্রায় নব্বই ছোঁয়া ইনিংস খেলেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে তিনি সেঞ্চুরির আক্ষেপ করছেন না। বরঞ্চ ৫০ ওভার পর্যন্ত উইকেটে না থাকতে পারার আক্ষেপ আছে বাঁহাতি এই ব্যাটারের।
৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল পাল্লেকেলেতে আগে ব্যাট করে গুঁটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। সেই রান তাড়া করে বড় জয় পায় লঙ্কানরা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন সাদিরা সামারাভিক্রামা ও চারিথ আসালাঙ্কা। এর আগে বাংলাদেশের ইনিংসে একা লড়াই করেছেন শান্ত।
ব্যাটারদের আসা-যাওয়ার দিনে কেবল শান্তর ব্যাটই হেসেছে। ১২২ বলে সাতটি চারে ৮৯ রান করেন সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে থাকা এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না আক্ষেপ নেই (সেঞ্চুরি মিসের), আক্ষেপ একটাই আছে, যদি আমি পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। এটা যদি করতে পারতাম ভালো লাগত।’
এদিকে এই হারের পর সুপার ফোরে যাওয়া এখন বেশ কঠিন বাংলাদেশের জন্য। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে রোববার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।