স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুক্রবার রাতে দারুণ জয় পেয়েছে গুজরাট টাইটান্স। ৩৫ রানের সেই জয়ের ম্যাচে দারুণ এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন দলটির অধিনায়ক শুভমান গিল। তবে ম্যাচ শেষে দুঃসংবাদ শুনতে হয়েছে এই তারকাকে।
স্লো-ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা গুণেছেন গিল। শুধুমাত্র গিলকেই নয়, এবার একাদশে থাকা (ইমপ্যাক্ট ক্রিকেটারসহ) বাকি সব সদস্যদেরকেও জরিমানা করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারকেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিষয়টি।
মূলত আইপিএলে এমনটা দ্বিতীয়বার হয়েছে গুজরাট টাইটান্সের। আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট দলকে ১২ লাখ রুপি জরিমানা করা হবে। তবে দ্বিতীয়বার এমনটা হলে, এর চেয়ে দ্বিগুণ অর্থাৎ, ২৪ লাখ রুপি জরিমানা করা হবে। একইসাথে একাদশের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচে ফি’র ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি করে জরিমানা করা হবে। আর তাই দ্বিতীয় শাস্তিই পেয়েছে গুজরাট টাইটান্স দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post