নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। আর সেই জায়গায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ইতিমধ্যেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। চলতি ম্যাচে টানা দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন ধনাঞ্জয়া। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তবে তিলকারত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারার পর দেশটির তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি।
সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য বেশি সময় টিকতে পারেননি। ১০১ রানে শরিফুল ইসলামের বলে নাহিদ রানার ক্যাচ মিসে জীবন পান ধনাঞ্জয়া। তবুও বড় করতে পারেননি ইনিংস। ৮৫তম ওভারের দ্বিতীয় বলে মেহেদী হাসান মিরাজের শিকার হন। শর্ট মিড উইকেটে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০৮ রান করে ফিরেন তিনি। ১৭৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়। সেঞ্চুরির আগে ৯৪ রানে জীবন পেয়েছিলেন আরও একবার।
ধনাঞ্জয়ার বিদায়ে ভাঙে কামিন্দুর মেন্ডিসের সাথে তার ১৭৩ রানের অনবদ্য জুটি ভাঙে। বাংলাদেশ খানিক স্বস্তি পায়। তবে শ্রীলঙ্কার রান ইতিমধ্যেই তিনশ পার হয়েছে। চতুর্থ ইনিংসে লিড প্রায় চারশ ছুঁইছুঁই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান। লিড দাঁড়িয়েছে ৩৯৬ রানে।
Discussion about this post