সেনেগালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক সাদিও মানের

0
17

স্পোর্টস ডেস্কঃ আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্ব বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে সেনেগালের। গতবারের চ্যাম্পিয়নদের এবার শিরোপা ধরে রাখার মিশন। শনিবার প্রথম ম্যাচটা বেশ অনায়াসে উতরে গেছে সেনেগাল। ম্যাচটি তারা জিতেছে ৩-১ গোলে। সেনেগালের হয়ে ৩টি গোলই সাদিও মানের।

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় সেনেগাল। বেনিনের ডেভিড কিকির হাতে বল লাগায় পেনাল্টি পায় তারা। সেখান থেকে কোনো ভুল করেননি মানে। ৬০ মিনিটের মাথায় ইসমাইলা সারকে ডি-বক্সে ফেলে দিলে আবার পেনাল্টি পায় সেনেগাল। এবারও গোল করেন লিভারপুল ফরোয়ার্ড মানে। এর প্রথমার্ধের ২২ মিনিটেও তিনি গোল করেছিলেন। ৬০তম মিনিটের পেনাল্টি গোলে জাতীয় দলের জার্সিত প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান মানে।

৫১ মিনিটে ১০ জনের দল হয়ে গিয়েছিল বেনিন। ফাউল করে লাল কার্ড দেখেছিলেন দলটির ফুটবলার সেসসি ডি আলমেইদা। ৮৮ মিনিটে এক গোল পরিশোধ করেন বেনিনের জুনিয়র ওলাইটান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here