সেন্টার কোর্টে ফিরতে চান ৪০ বছরের ফেদেরার

0
9

স্পোর্টস ডেস্কঃ বয়সটা ৪০ ছুঁয়েছে, তবুও অবসরে যাননি রজার ফেদেরার। এই টেনিস কিংবদন্তী সেটা চালিয়ে নিয়ে যেতে আরও অনেক দূরে। আর নিজ মুখেই সেই কথা জানালেন সুইজারল্যান্ডের এই তারকা।

ইনজুরির কারণে এবারের উইম্বলডনে খেলা হচ্ছে না রজার ফেদেরার। হাঁটুর চোট রয়েছে ফেদেরার। যার কারণে মিস করেছেন আসর। নিজের খেলোয়াড়ি জীবনের অভিষেকের পর থেকে এবারই প্রথম কোনো উইম্বলডনে খেলা হচ্ছে না ফেদেরার। অবশ্য না খেললেও, ঠিকই চিরচেনা জায়গায় হাজির হয়েছিলেন টুর্নামেন্টটির রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন।

সম্প্রতি উইম্বলডনের সেন্টার কোর্টের শত বছর উদযাপন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আর সেখানে নিজের উইম্বলডন কোর্টে ফেরার ব্যাপারে ইচ্ছা পোষন করেন। প্রিয় আঙিনায় আবারও তিনি ফিরতে চান।

এই প্রসঙ্গে ফেদেরার বলেন, ‘আমি ভাগ্যবান যে, এই কোর্টে অনেক ম্যাচ খেলেছি। এটা আমাকে সবচেয়ে বড় জয় এবং সবচেয়ে বড় পরাজয় দিয়েছে। আশা করছি, আমি এখানে আরও একবার ফিরে আসতে পারব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here